হোম > সারা দেশ > কুমিল্লা

ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলি, সাবেক প্রতিমন্ত্রীর জামিন নামঞ্জুর

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এ ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিনের আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। 

জানা যায়, গতকাল সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বেলা ১টার পর স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে কথা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতারা একই স্থানে এলডিপিকে অনুষ্ঠান করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবে না বলে জানান।

কিছুক্ষণ পর রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মী তাঁর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছোড়েন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। 

বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালান। বিজ্ঞ আদালতকে আমরা জামিনের বিরোধিতা করে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক আমাদের যুক্তিতর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তাঁর সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।’

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০