কুমিল্লার তিতাসে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার জিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পচা-গলা লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বিল্লাল মোল্লা বলেন, ‘পরিত্যক্ত মৎস্য প্রজেক্টে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে থাকার খবর পেয়ে থানায় খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
ইউপি আরও বলেন, লাশ পচে বুকের পাঁজরের হাড়গোড় দেখা যাচ্ছে। লাশের পরিচয় জানা যায়নি। লাশের পরনে থাকা প্যান্ট দেখে ধারণা করা হচ্ছে, এটা ২৫-৩০ বছরের কোনো যুবকের লাশ হবে।