হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ২

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির দেড় লক্ষাধিক নগদ টাকাও জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মিরশ্বীকারি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) ও কারারকান্দি দক্ষিণপাড়ার রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার মিরশ্বকারি গ্রামের মো. উজ্জ্বলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল পালিয়ে যান। পরে তাঁর শোয়ার ঘর থেকে তিনটি রামদা, একটি লম্বা ছেনি, দুটি চাইনিজ কুড়াল, দুটি লোহার দামা, একটি স্টিলের চাপাতি, একটি ছোরা, একটি মাছ মার্কা টিপছোরা, একটি কাঠের লাঠি ও মাদক বিক্রির ১ লাখ ৬৭ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ৬২টি ইয়াবা জব্দ করা হয়েছে। 

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত