হোম > সারা দেশ > কুমিল্লা

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা ও হোমনা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে সিগারেট বাকিতে না দেওয়ায় মানিক মিয়া (৩২) নামের এক দোকানির ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা কানাইনগর গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত দোকানি মানিক মিয়া ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে। 

এ ঘটনায় অভিযুক্ত হলেন—উপজেলার কানাইনগর গ্রামের ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন। 

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘বাহাউদ্দীন আমার স্বামী মানিকের কাছে সিগারেট বাকি চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়, আমার স্বামী বলেন-সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সাথে ঝগড়া শুরু করে। একপর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়।’ 

তিনি আরও বলেন, ‘তারপর বাহাউদ্দীন ও তার ভাই জালাল উদ্দীন দা নিয়ে আমার স্বামীকে কোপাতে আসে। প্রতিবেশীদের বাধার পরও দোকানে ঢুকে জালালউদ্দীন আমার স্বামীকে জাপটে ধরে, তার ভাই বাহাউদ্দীন গলায় আঘাত করে।’ 

তছলিমা বেগম জানান, মুমূর্ষু অবস্থায় মানিক মিয়াকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতের স্ত্রীর দাবি, অভিযুক্তরা বাকিতে খরচ নিয়ে অনেক টাকা জমিয়েছেন। সেই টাকা চাওয়ায় তার স্বামীকে এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। 

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সিগারেট বাকি না দেওয়ার জের ধরে এক দোকানিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২