হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে সাবরেজিস্ট্রার লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রাম সাবরেজিস্ট্রারের কার্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে দলিল লেখক ও গ্রহীতার হাতে সাবরেজিস্ট্রার মেহেদি হাসান লাঞ্ছিত হওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবরেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামে চলতি দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মেহেদিকে ৪ ফেব্রুয়ারি লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জেরে ৫ ফেব্রুয়ারি থেকে মেহেদি চৌদ্দগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এ কারণে গতকাল সোমবার পর্যন্ত সেখানে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ছিল। এতে ভোগান্তি পোহাতে হয় সেবাগ্রহীতাদের। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

জেলা রেজিস্ট্রার মনিরুল জানান, সাবরেজিস্ট্রার মেহেদিকে লাঞ্ছিত করার ঘটনায় তিনি নাঙ্গলকোটের সাবরেজিস্ট্রার ইয়াছিন আরাফাতকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ছাড়া চৌদ্দগ্রামে দলিল রেজিস্ট্রি স্বাভাবিক রাখতে মনোহরগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার মো. তারেক আহাম্মেদকে সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার চৌদ্দগ্রামে কার্যক্রম শুরু করেছেন।

যোগাযোগ করা হলে তদন্তকারী কর্মকর্তা ইয়াছিন বলেন, ‘সাবরেজিস্ট্রার মেহেদি হাসানকে লাঞ্ছিত করার ঘটনায় আমার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে প্রতিবেদন দেব।’

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার