হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরের সেই ধর্ষণ-কাণ্ডের আরও এক ভিডিও ভাইরাল

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ ও নির্যাতন-কাণ্ডে নতুন আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, স্থানীয় ছাত্রলীগ নেতা মুহাম্মদ আলী সুমনের নেতৃত্বে দলবদ্ধভাবে এক নারী ও পুরুষকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হচ্ছে।

সোমবার (৩০ জুন) সকালে ‘তোদের বাপ আইছে’ নামক একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়, শুরু হয় নতুন করে উত্তেজনা ও সমালোচনা।

এর আগে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি করেছিল।

নতুন ভিডিও চিত্রে দেখা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আলী সুমন ও তাঁর সহযোগী রমজান, অনিক, আরিফসহ ৭-৮ জন মিলে ফজর আলীর হাত-পা বেঁধে নির্যাতন চালাচ্ছেন।

ফজর আলী সেই নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। ভিডিওতে সুমনের সহযোগী অনিককে চৌকির ওপরে শোয়ানো অবস্থায় নির্যাতিত নারীকে নিজ হাতে বিবস্ত্র করতে দেখা যায়।

পাশেই এক নারী কান্না ও চিৎকার করে ঘটনার প্রতিবাদ করছেন। তবে কেউ তাঁকে থামানোর চেষ্টা করেনি; বরং অন্যরা ঘটনার ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ‘ঘটনাটির সর্বশেষ ভিডিও আমরা পেয়েছি। এতে আরও যেসব ব্যক্তি জড়িত, তাদের শনাক্ত করা হচ্ছে। ইতিমধ্যে ধর্ষণের প্রধান অভিযুক্ত ফজর আলী এবং ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওর অন্যান্য দৃশ্য ও বক্তব্য বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হচ্ছি কে বা কারা আর জড়িত আছে। প্রমাণ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

এদিকে এ ঘটনায় এলাকায় নতুন করে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিচার দাবি করে বলছেন, এ ধরনের বর্বর নির্যাতন শুধু আইন নয়, মানবতারও চরম লঙ্ঘন। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০