হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আগুনে পুড়ল প্রাণের ডিপো

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রাণ কোম্পানির একটি ডিপো। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। 

দুপুরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে ডিপোটি। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ডিপোর লোকজন ও স্থানীয়রা। কিন্তু দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ওই ডিপোতে প্রাণের বিভিন্ন পণ্য ছিল। জেলার সব দোকানপাটে এ ডিপো থেকে মালামাল সরবরাহ করা হতো। আগুনে ওই ডিপোর সব পুড়ে গেছে। 

ওই ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিল। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা প্রথমে একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও ইউনিট যোগ হয়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ বিষয়ে কাজ চলছে।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত