হোম > সারা দেশ > কুমিল্লা

লোকসংস্কৃতি তুলে ধরতে ব্রাহ্মণপাড়ায় বৈশাখী মেলা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আবু জাহের। 

আগামীকাল শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৈশাখী মেলা শেষ হবে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে মেলা ঘুরতে। 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নারী নেত্রী শিরিন সুলতানা, মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ প্রমুখ। 

মেলায় বিভিন্ন স্টলে পসরা সাজিয়ে রাখা হয়েছে। স্টলগুলোতে মনিহরি সামগ্রী ও স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি নকশিকাঁথার চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্ন উপকরণ। পাশাপাশি মাটির তৈরি পুতুলসহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান। এ ছাড়া মেলায় থাকবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও বাঙালির জাতীয় খেলা কাবাডিসহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। এ ছাড়া পুরো মেলায় রয়েছে জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লিগীতির প্রচার।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০