হোম > সারা দেশ > কুমিল্লা

ঘরে যুবকের রক্তাক্ত লাশ, পাশে মিলল কুড়াল-হাতুড়ি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

মো. রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল কুড়াল ও হাতুড়ি। বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাস্তুহারা কলোনিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকের নাম মো. রুবেল মিয়া (২৭)। তিনি বাস্তুহারা কলোনির মৃত মো. আলী মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় একই কলোনির মো. জয়নাল আবেদীন ও তাঁর ছেলে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে একটি কুড়াল ও হাতুড়ি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দর আলী ও রুবেল একসঙ্গে চলাফেলা করতেন। দুজনই মাদকাসক্ত। শুক্রবার সন্ধ্যায় এক শিশু সুন্দর আলীর ঘরের মধ্যে রক্ত দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানায়। লোকজন এসে দেখে রুবেলের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে সুন্দর আলী ও তাঁর বাবা জয়নালকে স্থানীয় লোকজন আটক করে পুলিশ তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কুড়াল ও হাতুড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জয়নাল ও তাঁর ছেলে সুন্দর আলীকে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের