হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ মহানগর ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৭) ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে পুলিশ। 

আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ হাজার ২০০ পিচ ইয়াবা, দুকেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। 

কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬ হাজার ২০০ পিচ ইয়াবা, দুকেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ছাড়া মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

ওসি আরও বলেন, আটক মেহেদী হাসানের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাইসহ মাদকের প্রায় ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০