কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। তাতে কাভার্ড ভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত দুজন ট্রাকচালক ও চালকের সহকারী।