হোম > সারা দেশ > কুমিল্লা

শিবির নেতার সঙ্গে স্বজনের কথা-কাটাকাটি, সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন-ভাঙচুর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বাসুয়ারা গ্রামে আজ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে।

সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমন বলেন, ‘সকালে উপজেলার পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে আমার চাচাতো ভাই আহসান উল্লাহর রাজনৈতিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। স্থানীয় লোকজন বিষয়টি মিলমিশ করে দেয়। বিকেলে রনির নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মী পদুয়া বাজারে মিছিল করে। মিছিল শেষে রনির নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবিরের লোকজন কাকা মুজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে আগুন দেয়। কিছু লোক আমাদের বাড়ির গেট ভেঙে আমার মোটরসাইকেলে আগুন দিয়ে বাড়িঘর ভাঙচুর করে। বাড়ির প্রায় সাত-আটটি ঘর ভাঙচুর করেছে। সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসেছে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি ভাইয়ের বাড়ি শ্রীপুর ইউনিয়নে। সকালে রনি ভাইয়ের সঙ্গে ঝামেলা করার কারণে বিকেলে আমরা বিক্ষোভ মিছিল করেছি। কিছু উত্তেজিত জনতা ভাঙচুর করে থাকতে পারে।’

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিকেলে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার