হোম > সারা দেশ > কুমিল্লা

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত, বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে সুগন্ধা বাসের চাপায় জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রবিউল ও সজীব নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে আটক ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার জাফরগঞ্জ বাজারে কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঘাতক বাসচালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রতিটি স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিংয়ের দুই পাশে স্পিডব্রেকার, ছাত্রছাত্রীদের জন্য যাত্রীছাউনি নির্মাণ করতে হবে। দুর্ঘটনার তিন দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ ঘাতক বাসচালককে আটক করতে পারেনি। আমরা ঘাতক বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কোনো মেধাবী ছাত্র দুর্ঘটনার শিকার না হয়। এ ছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কে অনভিজ্ঞ ও প্রশিক্ষণ নেই এমন অনেক বাসচালক রয়েছেন। অনেক বাসের রোড পারমিটও নেই। এ ধরনের চালক ও বাসকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’ 

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সফিকুর রহমান বাবুল, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, নিহত দুই শিক্ষার্থীর সহপাঠী জাকারিয়া রিফাত, মো. রাকিবুল হাসান, ইসহাক হাসান, আশিকুর রহমান খান, আমিনুল ইসলাম, মহিন খান, ফাতেমা আক্তার, শান্তা আক্তার, জুথিসহ আরও অনেকে।
 
উল্লেখ্য, ১০ মার্চ দুপুরে ক্লাস শেষে জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের দুই শিক্ষার্থী রবিউল ইসলাম ও সজীব মোটরসাইকেলে করে যাওয়ার পথে বেগমাবাদ মোড়ে সুগন্ধা বাসের চাপায় নিহত হন। ঘটনার পর পর উত্তেজিত শিক্ষার্থীরা এসে ওই বাসে আগুন ধরিয়ে দেন। 

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত