হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান আজ শনিবার জানান, ঢাকার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। বিকেলে ঢাকায় মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। পরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে সবির আহমেদ ও নাজিমউদ্দীন বাবুল নামে দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণী অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরির ঘটনার সূত্রপাতে খলিলুর রহমানের স্ত্রী রুবি বেগম (৪০), মেয়ে লিজা আক্তার (১৮) এবং ছেলে রাসেল হোসেনকে (১৬) বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার