হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, ভবন থেকে লাফিয়ে পালালেন যুবক

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার বুড়িচংয়ে আজ মঙ্গলবার সকালে একটি ভবনের তৃতীয় তলা থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোজন জড়ো হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর কিশোরী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী ভবন থেকে লাফিয়ে পালিয়ে যান।

মৃতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে মিশু (১৫)। তাঁদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে জাহেদার স্বামী মীর হোসেন পালিয়ে গেছেন।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন বাসা ভাড়া নেন। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী ও এক মেয়ের লাশ ঘরে পড়ে আছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০