হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে ঝড়ে ঘর বিধ্বস্ত, আহত ৩ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় ঝড়ে দুটি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় একটি খামার ও ভুট্টা খেত ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছেন দুই নারী ও এক শিশু। আজ রোববার সকাল আনুমানিক সাতটার দিকে মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুকবুল মাহমুদ প্রধান।

আহতরা হলেন, রোকেয়া বেগম (৯৫), মাকসুদা আক্তার (৩৫) ও আব্দুল্লাহ (১০)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মজিদপুর গ্রামে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনের বসত ঘরের ওপর বড় আকারের একটি গাছ পরে ঘরদুটি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও একই গ্রামের শাজাহান মিয়ার গরুর খামারটি ক্ষতিগ্রস্ত হয়। 

দেলোয়ার হোসেন বলেন, ‘ঝড়ে বিশাল গাছটি পড়ে আমাদের দুই ভাইয়ের ঘর দুমড়ে-মুচড়ে গেছে।’ 
 
গরুর খামারি শাজাহান মিয়া বলেন, ‘আমার খামারে ছোট বড় ১৫টি গরু ছিল, আল্লাহ রক্ষা করেছেন গরুর কোনো ক্ষতি হয়নি। খামারের চাল বাতাসে অনেক দূরে ধান খেতে নিয়ে ফেলেছে।’ 
 
কৃষক ফরহাদ হোসেন বলেন, ‘আমি ১২ কানি খেতে ভুট্টার আবাদ করেছি। গাছ ভেঙে পড়েছে, এতে অনেক ক্ষতি হয়েছে।’ 

মজিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুকবুল মাহমুদ প্রধান বলেন, ‘ঝড়ে মজিদপুর গ্রামে গাছ পড়ে দুটি ঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া গরুর খামার ও ভূট্টা খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি খবর পেয়ে পরিদর্শন করে এসেছি। ইউপি চেয়ারম্যান ওমরাহ করে ফিরে এলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।’

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত