হোম > সারা দেশ > কুমিল্লা

পুকুরঘাটে পড়ে ছিল স্কুলের পোশাক-স্যান্ডেল, পানিতে দুই শিশুর লাশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়াসমিন ওই গ্রামের মো. দাউদের মেয়ে এবং জান্নাত পাশ্ববর্তী তৈয়াসা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। তারা নগর শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ইয়াসমিন ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী আর জান্নাত তৃতীয় শ্রেণির।

পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার জন্য তারা দুজন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাদ হোসাইন বলেন, ‘মঙ্গলবার সকালে পানিতে পড়া দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা করে দেখলাম তারা হাসপাতালে আনার আগেই মারা গেছে।’

নগর দরবার শরিফের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, ‘জান্নাত ও ইয়াসমিন পড়ালেখায় ছিল অত্যান্ত মেধাবী। শুনেছি মঙ্গলবার সকালে তারা দুজন স্কুলে আসার জন্য গোসল করতে বাড়ির পাশে পুকুরে যাচ্ছে বলে ঘর বের হয়। গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় তাদের পোশাক এবং পায়ের স্যান্ডেল পুকুরের ঘাটে দেখতে পায়। পরে স্থানীয়দের সহাতায় পুকুরে নেমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’

ইয়াসমিনের বাবা দাউদ বলেন, ‘জান্নাতের মা মারা যাওয়ার পরে সে নানার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে আসছে। মঙ্গলবার সকালে দুজন স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। ঘরে ফরতে দেরি হচ্ছে দেখে প্রতিবেশীদের নিয়ে পুকুরঘাটে যাই। সেখানে গিয়ে দেখি দুজনের স্কুলের পোশাক এবং স্যান্ডেল ঘাটে পড়ে আছে। কিন্তু তারা নেই। পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে দুজনের মরদেহ খুঁজে পায়।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেন বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোজখবর নিচ্ছি। দুই শিশুর মৃত্যুর বিষয়ে কারও অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার