হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসামের ভৈসকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং একই উপজেলার উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাতে ঘন কুয়াশা ছিল। ধারণ করা হচ্ছে, দুটি যানবাহনই দ্রুত গতিতে চলছিল। কুয়াশার কারণে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ওয়াজ মাহফিল থেকে রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় ওই তিনজনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী  নিহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক