হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার আতশবাজি উদ্ধার, গ্রেপ্তার ১

 কুমিল্লা প্রতিনিধি 

উদ্ধারকৃত গাঁজা ও আতশবাজি। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‍্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১ হাজার পিস আতশবাজিসহ মো. হৃদয় হাসান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃত হৃদয় হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিনের ছেলে।

তিনি জানান, রোববার (২০ জুলাই) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে র‍্যাব সদস্যরা হৃদয় হাসানকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে এসব গাঁজা ও আতশবাজি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয়ের বরাত দিয়ে র‍্যাব জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার