হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

নিহত মো. কাউসার। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার