হোম > সারা দেশ > কুমিল্লা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

টুটুল। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে টুটুল (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংগারচরা এলাকার মোস্তফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার নানাবাড়ি শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টুটুল অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুতায়িত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘টুটুলের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। পাশাপাশি আমি সব অটোরিকশাচালককে অনুরোধ করব, চার্জ দেওয়ার সময় তাঁরা যেন আরও সতর্ক থাকেন। সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।’

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা এখনো আমাদের কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত