হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদি আরব নিয়ে চাকরি না দেওয়ায় সংঘর্ষ, আহত ৪

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় সৌদি আরব নিয়ে চাকরি না দেওয়ায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কলাকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

আহতেরা হলেন কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপু গ্রামের আবুল হোসেন (৪০), আহমেদ আলী (৭০), মঈনুল মিয়া (৩০) ও মো. আলিম মিয়া (৪৫)।

কলাকান্দি গ্রামের বাসিন্দা মো. মেরাজ মিয়া বলেন, কলাকান্দি বাজারের আজ সকালে আলিম, আহমেদ আলী ও তাঁর ছেলে মঈনুলের সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনায় আলিমের পক্ষ হয়ে হানিফ বাজারে এসে মঈনুলকে না পেয়ে তাঁদের বাড়িতে গিয়ে ঝগড়া করে। 

আহত আবুল হোসেনের বড় ভাই মো. হানিফ বলেন, ‘মঈনুল ও আলিম বাজারে ঝগড়া করছে শুনে বাজারে যাই। সেখানে মঈনুলকে না পেয়ে তাঁর বাড়িতে যাই। তাঁর বাবাকে বিষয়টি জানালে মঈনুল এসে আমাকে মারপিট করে। আমার ছোট ভাই আবুল হোসেন বাঁচাতে আসলে আব্দুল আজিজ দা দিয়ে ছোট ভাইয়ের মাথায় কোপ দেন এবং মঈনুল রড দিয়ে পেটান।’

এ বিষয়ে মঈনুল বলেন, ‘আলিমের ছোট ভাই ইলিয়াস আমার ছোট সালেমুছাকে দুই মাস আগে ৪ লাখ টাকায় সৌদি আরব নেয়। তাদের সঙ্গে কথা ছিল চাকরি দেবে কিন্তু এখনো চাকরি দেয়নি। আমার ভাই সেখানে কষ্টে আছে।’ 

মঈনুল আরও বলেন, ‘এ বিষয়ে জানতে আলিমের সঙ্গে আমার বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলিম আমার বৃদ্ধ বাবাকে নাকে মুখে ঘুষি দিয়ে আহত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা উভয়কে বাজার থেকে সরিয়ে দেন।

পরে আলিমের পক্ষ হয়ে হানিফ ও তাঁর ছোট ভাই আবুল হোসেন আমার বাড়িতে এসে আমাকে মারধর করেন।’ 

হামলার বিষয়ে আলিম বলেন, আমার ছোট ভাই ইলিয়াস ও মঈনুলের বাবা আহমেদ আলীর কথা-কাটাকাটি হয়। মঈনুল এসে আমাকে মারধর করে। বিষয়টি হানিফকে জানালে পরে তাঁদের মধ্যে মারামারি হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকারিয়া পারভেজ বলেন, মারধরে আহত আবুল হোসেন নামের এক রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মারধরের ঘটনায় হানিফ নামে এক ব্যক্তি বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত