হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসে দুর্ঘটনা: বিশেষ ক্ষমতা আইনে মামলা, আটক ৪ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার।

ওসি মুরাদ উল্যাহ বাহার জানান, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে এমন ধারণা থেকে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে এই মামলাটি করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার আনুমানিক বেলা ২টায় কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজারে এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের নয়টি বগি। দুর্ঘটনার ১৫ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। একটি লাইন মেরামতের পর রেল চলাচল শুরু হলেও এখনো ট্রেনের বগিগুলোর উদ্ধার কাজ চলছে।

ঘটনার কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায়, প্রচণ্ড উত্তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টির তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে রোববার উদ্ধার অভিযানে এসে জানান চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। এই ঘটনায় রেলওয়ে আলাদা তদন্ত কমিটির মাধ্যমে কারণ অনুসন্ধান করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক