হোম > সারা দেশ > কুমিল্লা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কটি কক্ষের মালপত্র চুরি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ভুলুয়াপাড়া আলহাজ্ব ছেরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে একদল চোর বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে এবং অফিস কক্ষ থেকে বিভিন্ন শ্রেণিকক্ষের চাবি নিয়ে স্ট্যান্ড ফ্যান, ওয়াল ফিটিং ফ্যান, পানি পাম্প, সাউন্ড বক্স, স্টিলের র‍্যাক চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার।

স্থানীয়রা ও প্রধান শিক্ষক বলেন, শনিবার বিকেল ৪টার সময় বিদ্যালয় অফিস ও শ্রেণিকক্ষ বন্ধ করে শিক্ষকগণ বাসায় চলে যান। রোববার সকাল ৯টায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে দেখেন অফিস কক্ষে শ্রেণি কক্ষের একটি তালা লাগানো আছে। এ সময় অভিভাবক প্রতিনিধি বেলাল হোসেনকে নিয়ে তালা ভেঙে শিক্ষকগণ অফিসে প্রবেশ করে দেখেন অফিসের ভেতর কোনো ফ্যান নেই। অফিস থেকে শ্রেণিকক্ষের চাবি নিয়ে চোরের দল বিভিন্ন শ্রেণিকক্ষের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। 
এ ছাড়া গত ৫ মাস পূর্বে বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরি হয়েছিল বলে প্রধান শিক্ষক জানান। এ ব্যাপারে প্রধান শিক্ষক শিক্ষা অফিসারকে অবগত করেছেন তিনি।

বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ মজুমদার স্বপন বলেন, 'চুরির ব্যাপারে তিনি প্রশাসনকে অবহিত করার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। থানায় সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।' 

তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ। চার বছর আগে নতুন ভবন নির্মাণের জন্য তালিকা দেওয়া হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত নতুন কোনো ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি। বিদ্যালয়ের ভবন না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা