হোম > সারা দেশ > কুমিল্লা

নবম শ্রেণির ছাত্রকে মারধরের ঘটনায় দশম শ্রেণির ৭ শিক্ষার্থী বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

সতীর্থকে মারধরের পরও কোনো অনুশোচনা নেই অভিযুক্ত শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দশম শ্রেণির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

গত ১৪ নভেম্বর দুপুরে নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ শিক্ষার্থী তাঁকে পাশের আজম খান মাঠে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর অবস্থায় ফয়সালকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর, আহত ফয়সালের মা ইয়াসমিন আক্তার ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর ইউএনও অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। পরবর্তী সময়ে, তাদের দোষী সাব্যস্ত করে প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়াকে তাদের বহিষ্কার করার নির্দেশ দেন।

প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে ঘটে যাওয়া এ ঘটনাটি দুঃখজনক। আমরা আহত শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, ‘অন্যায় করার পর অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তাই, তাদের শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের ব্যবস্থা না নিলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।’

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত