হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে ডাকাতের হামলায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি  

নিহত রফিক মিয়ার স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় রফিক মিয়া (৩৮) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।

রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত আক্রমণ করে। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করেন। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতের দল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও ওই সময় রফিককে খুঁজে পাননি গ্রামবাসী।

আজ রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহতের বাবা হাবু মিয়া বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে আমার ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে আমার ছেলেসহ বাড়ি থেকে বের হই। ডাকাত চলে গেলে সবাই বাড়ি ফিরলেও আমার ছেলে আর রাতে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে বেগুনখেতে আমার ছেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০