হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে ঘরে ঢুকে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মামলায় ৪ আসামি রিমান্ডে

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আসামিদের আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে ধর্ষণের ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক পুলিশের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মামলার তদন্তের জন্য গ্রেপ্তার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হলে তিন তিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সুমন (২২), রমজান (২৩), মো. আরিফ (২৪) ও মো. অনিক (২২)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ২৬ জুন রাতে তাঁরা প্রবাসী এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ এবং মারধর করেন। এই ঘটনায় ওই নারী ও তার পরিবারের সদস্যরা পুলিশকে জানালে পুলিশ তদন্ত শুরু করে এবং কয়েক দিন পর অভিযুক্তরা গ্রেপ্তার হন।

জানা গেছে, ওই নারী গত ২৬ জুন রাতে তাঁর ঘরে একা ছিলেন। এ সময় স্থানীয় চার যুবক—সুমন, রমজান, মো. আরিফ এবং মো. অনিকসহ কয়েকজন যুবক তাঁর ঘরে ঢুকে শারীরিকভাবে নিপীড়ন করেন এবং এ সময় সেই ভিডিও ধারণ করেন। পরে তাঁরা ওই নারীর সঙ্গে থাকা যুবক ফজর আলীকে মারধর করেন এবং তাঁকে হত্যার হুমকি দেন। এরপর এ ঘটনা ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সামাজিক মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ভুক্তভোগী নারী ও তাঁর পরিবার পুলিশে অভিযোগ করেন। তদন্তের পর মুরাদনগর থানা-পুলিশ পর্নোগ্রাফি আইনে চার যুবককে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার এসআই রুহুল আমিন বলেন, ‘আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নেওয়ার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ার পর পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের গ্রেপ্তার করা হবে।’

কুমিল্লা আদালত পুলিশের ওসি সাদেকুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় কোনো অরাজকতা তৈরি ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তাঁদের রিমান্ডে এনে এসব তথ্যসহ বিস্তারিত জানার চেষ্টা করব। ধর্ষণের মামলায় ফজর আলী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত