হোম > সারা দেশ > কুমিল্লা

মধ্যরাতে টহলে আটক ৬ কিশোর, ‘ভালো লোক’ বলে ছাড়ালেন ইউপি চেয়ারম্যান

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মেঘনায় চুরির অভিযোগে সন্দেহভাজন ছয় কিশোরকে আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

আটকেরা সবাই রাধানগর ইউনিয়নের মোলাকান্দি এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ওমরা কান্দা ব্রিজ থেকে তাদের আটক করে টহল পুলিশ। 

রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা আমার এলাকার বাসিন্দা, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। ওরা ভালো লোক, তাই আমার জিম্মায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছি।’ 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এ সময় তিনি বিস্তারিত জানতে উপপরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে কথা বলতে বলেন। 

উপপরিদর্শক আব্দুল মান্নান মোবাইল ফোনে বলেন, ‘গত কয়েক দিন ধরে ওমরা কান্দা ব্রিজ এলাকায় চুরির ঘটনা বেড়ে যায়। সম্প্রতি দুটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। প্রতিদিনের মতো আজ রাতে আমি ফোর্স নিয়ে ওমরা কান্দা ব্রিজ এলাকায় টহল দিচ্ছিলাম। এসময় একটি মোটরসাইকেল ও অটোরিকশা আসতে ছিল। ইশারা দিয়ে থামিয়ে দেখি ছয়জন ১৬-১৮ বয়সী ছেলে। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসি।’ 

তিনি বলেন, ‘পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ওসি স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনে যে কোনো সময় আটকদের হাজির করা হবে মর্মে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।’

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত