হোম > সারা দেশ > কুমিল্লা

শতবর্ষেও ভোট দিতে চান নব্বই-ঊর্ধ্ব আবিদের নেছা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উত্তর শীলমুড়ি ইউনিয়নে হুইল চেয়ারে বসে ছেলে ও পুত্রবধূর সঙ্গে ভোট দিতে এসেছেন নব্বই-ঊর্ধ্ব বৃদ্ধা আবিদের নেছা। ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। তাঁর ইচ্ছে আগামী নির্বাচনে শতবর্ষে ভোট দেওয়ার।

আজ বৃহস্পতিবার সকালে তিনি শীলমুড়ি ইউনিয়নে সুলতানপুর ফয়জুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন। সবার আগে ওই কেন্দ্রের প্রথম ভোট তিনি দিয়েছেন। আবিদের নেছার স্বামী এ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা জালাল উদ্দিন। তিনি মারা যান প্রায় ৩০ বছর আগে।

ভোটার আইডি অনুযায়ী আবিদের নেছার জন্মতারিখ ২০ অক্টোবর ১৯২৭ সাল হলেও তিনি দাবি করেন, তাঁর বয়স শতবর্ষের বেশি হবে। তিনি বলেন, চলাফেরায় কিছু সমস্যা হলেও স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন। কথাও বলতে পারেন স্পষ্ট।

এদিকে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা