হোম > সারা দেশ > কুমিল্লা

শতবর্ষেও ভোট দিতে চান নব্বই-ঊর্ধ্ব আবিদের নেছা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উত্তর শীলমুড়ি ইউনিয়নে হুইল চেয়ারে বসে ছেলে ও পুত্রবধূর সঙ্গে ভোট দিতে এসেছেন নব্বই-ঊর্ধ্ব বৃদ্ধা আবিদের নেছা। ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। তাঁর ইচ্ছে আগামী নির্বাচনে শতবর্ষে ভোট দেওয়ার।

আজ বৃহস্পতিবার সকালে তিনি শীলমুড়ি ইউনিয়নে সুলতানপুর ফয়জুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন। সবার আগে ওই কেন্দ্রের প্রথম ভোট তিনি দিয়েছেন। আবিদের নেছার স্বামী এ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা জালাল উদ্দিন। তিনি মারা যান প্রায় ৩০ বছর আগে।

ভোটার আইডি অনুযায়ী আবিদের নেছার জন্মতারিখ ২০ অক্টোবর ১৯২৭ সাল হলেও তিনি দাবি করেন, তাঁর বয়স শতবর্ষের বেশি হবে। তিনি বলেন, চলাফেরায় কিছু সমস্যা হলেও স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন। কথাও বলতে পারেন স্পষ্ট।

এদিকে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০