হোম > সারা দেশ > কুমিল্লা

আতঙ্কের মধ্যেও ভোটার উপস্থিতি বাড়ছে

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

সকাল থেকে ভোটকেন্দ্রগুলো অনেকটা ফাঁকাই ছিল। সেই সঙ্গে একটি গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে যায় সর্বত্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। এই চিত্র প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের।

আজ শনিবার সকাল ৮টা থেকে ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলো প্রায় ভোটারশূন্য থাকলেও ১১টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করলেও কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন ভোটাররা। 

দুপুর ১২টার দিকে কুমিল্লা সিটির ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের মাঝারি সারি। কেন্দ্রের বাইরেও ভোট দিতে চাওয়া মানুষের আনাগোনা দেখা যায়। 

শারমিন সুলতানা নামের এক নারী ভোটার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাঞ্জাম হইলেও ভোট দিতে আসছি। আমার ভোটটা তো দিতে হবে।’ ফজলু মিয়া নামের আরেক ভোটার বলেন, ‘সকাল থেকে ব্যস্ত ছিলাম। এখন কাজ শেষ করে ভোট দিতে আসছি।’ 

বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪১টি। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ২০৬ জন। 

অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহেল জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই কেন্দ্রের ভোট পড়েছে ৬০৪টি।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা