হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে রাফসানা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফসানা ওই এলাকার সোহেল রানার মেয়ে। 

পুকুরে ডুবে রাফসানার মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি। তিনি বলেন, হাসপাতালে আনার অন্তত আধঘণ্টা আগে রাফসানার মৃত্যু হয়। 

রাফসানার পরিবার জানায়, আজ সকালে রাফসানা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি তাকে মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, রাফসানা সম্পর্কে আমার নাতনি। আজ সকালে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। পরে তাকে বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘আপনাদের কাছে শুনলাম। থানা-পুলিশকে কেউ এ বিষয় জানাননি।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার