হোম > সারা দেশ > কুমিল্লা

বিএনপি নেতার চাপ, কৃষক দল নেতার আত্মহত্যা

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় বড় ভাইয়ের কাছে পাওনা টাকা না পেয়ে ছোট ভাইয়ের নামে মামলা এবং টাকা আদায়ের জন্য বিএনপি নেতার চাপের মুখে মাহবুব আলম রুবেল নামে এক কৃষক দল নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বিষয়টি তুলে ধরেছেন তিনি। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। তিনি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।

পরদিন রোববার (২৯ জুন) নিহতের স্ত্রী রেহেনা বেগম চান্দিনা থানায় হত্যা মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা গাজী হাসান মাহমুদ হানিফ একই ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা এবং মাইজখার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

রুবেলের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামীর বড় ভাই মফিজের সঙ্গে ২০১৬ সালে হানিফের আর্থিক লেনদেন হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট মফিজ বরগুনায় মারা যান। এরপর হানিফ আমার স্বামী রুবেলের নামে মামলা করেন এবং টাকার জন্য চাপ দিতে থাকেন। বাজার করার টাকাও ছিল না। অতিরিক্ত মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন রুবেল।’

মৃত্যুর আগে রুবেল তাঁর মোবাইল ফোনে একটি অডিও বার্তায় বলেন, ‘হানিফ ভাই টাকার জন্য আমার নামে মামলা দিয়েছে। ফোন করে আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে মামলা করতে বলে। রাজি না হওয়ায় আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি উপজেলা বিএনপির নেতাদের জানিয়েও কোনো সহায়তা পাইনি। এ অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয়দের ভাষ্য, টাকা আদায়ে মামলার পর বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন রুবেল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিষ পান করেন তিনি। প্রথমে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত গাজী হাসান মাহমুদ হানিফ বলেন, ‘মফিজ মারা যাওয়ার পর রুবেলসহ তিনজন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথা রাখেননি, তাই মামলা করেছি। আওয়ামী লীগ নেতাদের নামে মামলা দিতে চাপ দেওয়ার অভিযোগ সত্য নয়।’

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, ‘মামলার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা