হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৭

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। রোববার (৮ জুন) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সবাই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছে—শিদলাই এলাকার এনামুল হকের ছেলে সাইম (১৩), সাজেদুল ইসলাম সাজুর ছেলে গোলাম নূর (৯), সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৭), জাকির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার (৩২), সিদ্দিকুর রহমানের ছেলে সিয়াম (১৯), মিন্টু মিয়ার ছেলে ফারুক ইসলাম (৪০) এবং দ্বীন ইসলামের ছেলে নাঈম (১৮)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ করে একটি কালো রঙের পাগলা কুকুর গ্রামে ঢুকে পড়ে। এরপর এলোমেলোভাবে লোকজনকে কামড়াতে থাকে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত গোলাম নূরের বাবা সাজেদুল ইসলাম বলেন, ‘আমার ছেলে উঠোনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে একটি কুকুর এসে তাকে কামড়ে দেয়। তার চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হয়ে এলে কুকুরটি পালিয়ে যায়।’

আহত ফারুক ইসলাম বলেন, ‘কালো একটি কুকুর হঠাৎ আমার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। পরে শুনেছি, এই কুকুর আরও অনেককেই কামড়েছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, ‘রোববার রাতে কুকুরের কামড়ে আহত হয়ে সাতজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত