হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে চাপাতি ও লোহার পাইপসহ দুজন আটক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খিলাইল ফ্যাক্টরি এলাকায় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। আটকেরা হলেন দাউদকান্দি উপজেলার দক্ষিণ গাজীপুর গ্ৰামের মো. সজল (২৪) ও চান্দিনা উপজেলার সব্দুলপুর গ্ৰামের রুবেল স্বর্ণকার (৩০)। 

গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খিলাইল ফ্যাক্টরি এলাকায় ডাকাতির পরিকল্পনার খবর পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মো. সজল (২৪) ও রুবেল স্বর্ণকার (৩০) নামের দুজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, ‘আটকদের দেহ তল্লাশি করে ২টি চাপাতি ও ২টি লোহার পাইপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার