হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের অভিযান, অবৈধ ১২ দোকানঘর উচ্ছেদ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

ব্রাহ্মণপাড়ায় অবৈধ দোকানঘর উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মিত ১২টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে সহযোগিতা করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চারিপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানঘর নির্মাণ করে স্থানীয় একটি চক্র। আগেও অভিযান চালিয়ে ওই এলাকায় ৯টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন। তারা আবারও একই জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ করে। পরে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্দেশে সেখানকার একটি দোতলা ভবনসহ অবৈধ ১২টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার