হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করছেন যুবকেরা

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ, বড়ধুশিয়া, শশীদল ও গোপালনগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন স্থানীয় তরুণ-যুবকেরা। ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। 

স্থানীয়রা জানান, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল, নাগাইশ, চান্দলা ইউনিয়ন বড়ধুশিয়া ও দুলালপুর ইউনিয়নের গোপালনগর সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় যুবক ও তরুণেরা নিজ নিজ এলাকায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেন। 

এরপর গতকাল শনিবার সকাল থেকে এই এলাকাগুলোর ছাত্র, যুবক ও গ্রামবাসী বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন। 

নাগাইশ গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবী গাজী রুবেল বলেন, বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে নাজেহাল হয়ে যায়। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হচ্ছে। বড়ধুশিয়া শশীদল সড়কটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হলে ১২টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সচল হবে। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, বন্যার পানি শুকিয়ে গেলেও এসব সড়ক দিয়ে যান চলাচল দূরের কথা, হেঁটেও চলাচল করা সম্ভব ছিল না। এ জন্য উদ্যোগ নিয়ে এলাকার তরুণ ও যুবসমাজ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছে। 

স্বেচ্ছাসেবী মাওলানা মোজ্জামেল হক বলেন, বন্যায় ভেঙে পড়া পাঁচ কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো স্বেচ্ছাশ্রমে সংস্কার করে যাতায়াতব্যবস্থা সচল করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ-যুবকেরা। 

উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করছে। উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সব সড়ক দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার