হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাসে মরিচ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি চকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হেলাল উদ্দিন বলরামপুর গ্রামের মৃত আবীদ আলীর ছেলে। 
 
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে তুলাকান্দি চকে মরিচ কিনতে গেলে পূর্বশত্রুতার জেরে তুলাকান্দি গ্রামের সিয়াম, ফয়সাল, আল হাদিস, আল আমিনসহ আরও সাত-আটজন মিলে আমাকে মারধর করে। পরে আমার সঙ্গে থাকা ৯৮ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।’

তুলাকান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘মারধর ও ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে হেলাল উদ্দিন আমাকে জানিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার