কুমিল্লার হোমনায় পানিতে ডুবে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ভাষানিয়া ইউনিয়নের শ্যামপুরে এ ঘটনা ঘটে।
মৃত মো. মহিবুল্লাহ ওরফে জুনাইদ ওই গ্রামের মো. আবদুল আজিজের ছেলে। পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে, শনিবার বিকালে শ্যামপুর ছোট ব্রিজসংলগ্ন বালুর মাঠে শিশুটি খেলা করছিল। সন্ধ্যার দিকে ব্রিজের নিচে পানি নামে। এরপর আর ফিরে আসেনি। অনেক খোঁজখুজির পর পরিবারের লোকজন রাতে পানি থেকে তার লাশ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটি মারা গেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।