হোম > সারা দেশ > কুমিল্লা

ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

কুমিল্লা প্রতিনিধি

গাঁজার গাছসহ যৌথ বাহিনীর অভিযানে আটক লিটন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভাঙারি ব্যবসার আড়ালে বছরের পর বছর গোপনে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন (৪০) নামের এক ব্যক্তি। সবজির বাগানের ছায়ায় গাঁজার গাছ রোপণ করে নিয়মিতভাবে কাঁচা পাতা সংগ্রহ করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হয়েছেন এই কথিত ভাঙারি ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার রাতে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামে অবস্থিত তার ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পেছনের সবজিবাগান থেকে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতা উদ্ধার করে যৌথ বাহিনী। আটক মো. লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

গাঁজার গাছসহ যৌথ বাহিনীর অভিযানে আটক লিটন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের সামনের অংশে ভাঙারি ব্যবসা চালালেও পেছনে পুঁইশাক, পালংশাক, ঢ্যাঁড়সসহ নানা সবজির আড়ালে নিয়মিত গাঁজা চাষ করতেন লিটন। ফলের ক্যারেটকে টব হিসেবে ব্যবহার করে গাঁজার গাছ পরিচর্যা করতেন তিনি। প্রতি দুই মাস অন্তর গাছ থেকে কয়েক কেজি গাঁজার পাতা সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনেক দিন ধরেই তাঁর কার্যকলাপ নিয়ে সন্দেহ ছিল। তবে প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারছিল না। অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. লিটনকে আটক করে। অভিযানের সময় তাঁর দোকানের পেছন থেকে গাঁজার গাছ ও কাঁচা পাতা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে লিটন গাঁজা চাষ করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০