হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুলছাত্রসহ নিহত ৪

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। অন্যদিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুজন। আজ সোমবার এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আজকের পত্রিকাকে বিষয়গুলো নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুপুরে দুই স্কুলছাত্র নিহত হয়। তারা হলো ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। উভয়ে বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হালকা বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনজন আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, বজ্রপাতে পয়ালগাছা গ্রামে দুই স্কুলছাত্র নিহত ও আহত হয়েছে একজন। হাসপাতাল থেকে দুজনের লাশ স্বজনেরা বাড়িয়ে নিয়ে গেছে।

অপর দিকে মুরাদনগরে খেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কোরবানপুরের নিখিল দেবনাথ (৬৪) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দীন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের পর আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, দুজন ঘটনাস্থলেই মারা গেছেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানা, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক