হোম > সারা দেশ > কুমিল্লা

নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

মো. নাজমুল হাসান। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পাশের এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়ার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল ও তাঁর কয়েকজন বন্ধু কলেজপাড়ার একটি নির্মাণাধীন সাততলা ভবনের পাঁচতলায় ওঠেন আড্ডা দিতে। সেখানে তাঁরা লুডু খেলতে বসেন। রাত সাড়ে ৮টার দিকে নাজমুলের মোবাইল ফোনে কল এলে তিনি খেলা থেকে সরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর কয়েকটি শব্দ শোনা গেলে বন্ধুরা খুঁজতে গিয়ে দেখেন তিনি নিচে পড়ে আছেন।

পরে নাজমুলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, ‘আমাদের ফোনে জানানো হয় নাজমুল অ্যাক্সিডেন্ট করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে জানতে পারি সে নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার