হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

এজেন্ট বের করে দেওয়া, নির্বাচনে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে আজ ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান প্রভাব বিস্তার করে বিভিন্ন কেন্দ্র দখল করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে তাঁরা প্রভাব বিস্তার করে নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশ নষ্ট করেছেন। তাঁদের হুমকি-ধমকির ফলে ভোটাররা কেন্দ্রে আসতে পারছেন না, তাই এই নির্বাচন মানি না। নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচন দাবি করছি।’

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন করে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তিন উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৪৯৪ জন। ২০৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩২টি। ৩২০ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ২৭টি ইউনিয়নে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক