হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

এজেন্ট বের করে দেওয়া, নির্বাচনে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে আজ ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান প্রভাব বিস্তার করে বিভিন্ন কেন্দ্র দখল করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে তাঁরা প্রভাব বিস্তার করে নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশ নষ্ট করেছেন। তাঁদের হুমকি-ধমকির ফলে ভোটাররা কেন্দ্রে আসতে পারছেন না, তাই এই নির্বাচন মানি না। নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচন দাবি করছি।’

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন করে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তিন উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৪৯৪ জন। ২০৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩২টি। ৩২০ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ২৭টি ইউনিয়নে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০