হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭, তদন্তে রেলের কমিটি

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ে প্রাণ হারিয়েছে অটোরিকশার ৭ আরোহী। নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কালিকাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা পার হচ্ছিল। তখন লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রীর মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় ১৫০ গজ দূরে গিয়ে পড়ে এবং নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

নিহতরা হলেন—বুড়িচং উপজেলার বাকশিমুল পূর্বপাড়ার মনির হেসেনের স্ত্রী শাহিনুর আক্তার (৩৩), একই উপজেলার বাকশিমুল উ. পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭), খেদাইধুলি এলাকার আসমত আলীর ছেলে রফিজ আলি (৬৫), ফজলু মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৬০), বাকশিমুল মির্জাপুকুর পাড় এলাকার আলী আশরাফের স্ত্রী সফর জান বেগম (৬৫), বাকশিমুল উত্তরপাড়ার মৃত আ. মালেক মিয়ার স্ত্রী লুৎফা বেগম (৬০) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৪০)।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ আরোহী নিহতের ঘটনায় সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০