হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ডাকাতিকালে গৃহবধূকে হত্যা, ৬ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিকে ডাকাতির সময় গৃহবধূ শাহনাজ বেগম হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার কুমিল্লা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ৬ আসামির মধ্যে পাঁচজনই উপস্থিত ছিলেন। প্রধান আসামি মো. কাউসার জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাহাঙ্গীর, শফিকুল বাশার, আক্তার, লাল চান ও মহসিন।

গৃহবধূ শাহনাজ বেগম চান্দিনা উপজেলার সবদুলপুর গ্রামে মৃত আনু মিয়ার ছেলে ফারুক মিয়ার স্ত্রী। তারা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে থাকতেন। 

আদালত সূত্রে জানায়, ২০০৭ সালের ১ নভেম্বর রাতে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ডাকাতদল শাহনাজ বেগমের বাসায় হানা দেয়। মূল্যবান মালপত্র ডাকাতি করার সময় শাহনাজের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের বাবা সৈয়দ আহমদ সরকার বাদী হয়ে দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলায় বাদী পক্ষের আইনজীবী আহমদ তাইফুর আলম জানান, রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজনই উপস্থিত ছিলেন। মামলার প্রদান আসামি মো. কাউসার জামিনে গিয়ে পলাতক রয়েছেন। 

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক