হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় টানা চতুর্থবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তাহমিনা 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টানা চতুর্থবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসা. তাহমিনা হক পপি। উপজেলা নির্বাচনে তিনি হাঁস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এডভোকেট জাহান আরা বেগম। তিনি কলস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬১৭ ভোট। 

গতকাল বুধবার রাত ১১টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন। 

জানা গেছে, তাহমিনা হক পপি উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তবে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। 

তাহমিনা হক পপি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম রফিকুল হক ভূইয়ার মেয়ে। তাঁর বাবার বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর এলাকায়। তার স্বামী বাড়ি একই গ্রামের মধ্যপাড়া এলাকার। তার স্বামী আবু কাউসার ব্যবসার পাশাপাশি উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

শিক্ষা জীবনে তাহমিনা হক পপি উপজেলার দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ১৯৯৯ সালে বিএ পাস করেন। একজন সমাজকর্মী হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন। 

তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এরপর চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 

তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে জড়িত থেকে নারী উন্নয়নে ও নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নারীদের বিপদে পাশে থেকে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা। তাহমিনা হক পপি জেলা ও উপজেলা পর্যায়ে পেয়েছেন জয়িতা নারী হিসেবে সম্মাননা। 

তিনি নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়ান। ছুটে চলেন উপজেলার প্রত্যন্ত গ্রামে। গরিব, অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের বিপদে ও দুর্যোগে এগিয়ে আসান। নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বিচারিক কাজে ছুটে যান। এ কারণে টানা চারবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। 

নির্বাচনে বিজয়ের তাহমিনা হক পপি বলেন, ‘এ বিজয়ে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। উপজেলার মানুষ আমাকে এত ভালোবাসে যে বারবার নির্বাচিত করছেন। জনগণের এ ঋণ শোধ করার মতো নয়। তবে সর্বাত্মক চেষ্টা করব এ উপজেলাবাসীর যেকোনো বিপদ-আপদ ও সামাজিক উন্নয়নে কাজ করার। সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তুলব।’

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০