হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ভর্তি পরীক্ষা, দেরিতে আসায় চার পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সিফাত, সাজ্জাদ, সানজিদা এবং সামিউল নামের চার পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এদের মধ্যে সাজ্জাদ নারায়ণগঞ্জ এবং সিফাত রাজধানীর শ্যামলী থেকে এসেছিলেন।

জানতে চাইলে সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের পলিসির নির্দিষ্ট সময় পর কাউকে প্রকাশ করতে দেবে না। রাজশাহীতেও দেখেছি ১০-১৫ মিনিট পরে যারা পরীক্ষার হলে গিয়েছে, তাদের প্রবেশ করতে দিয়েছে, কিন্তু এখানে দিল না। দিলে ভালো হতো, পরীক্ষাটা দিতে পারতাম আরও ৪০ মিনিট সময় ছিল।’

পরীক্ষার্থী সিফাত বলেন, ‘৫ মিনিটের বেশি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় জ্যাম ছিল, আর নারায়ণগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, ‘নির্ধারিত সময়র মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা পূর্বেই দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী উক্ত শিক্ষার্থীরা দেরিতে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।’

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ