হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি  

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষিত কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করা হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি করার অভিযোগ তোলা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই কমিটি ঘোষণা দেন মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্যসচিব করে ২৯৫ সদস্যের পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যাঁরা ছাত্র-জনতার আন্দোলনের সময় জীবন বাজি রেখে মুরাদনগরের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখসারিতে ছিলেন তাঁদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

সিয়াম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার