হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি  

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষিত কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করা হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি করার অভিযোগ তোলা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই কমিটি ঘোষণা দেন মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্যসচিব করে ২৯৫ সদস্যের পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যাঁরা ছাত্র-জনতার আন্দোলনের সময় জীবন বাজি রেখে মুরাদনগরের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখসারিতে ছিলেন তাঁদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

সিয়াম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত