হোম > সারা দেশ > কুমিল্লা

দোকানের শাটার ভেঙে উদ্ধার করা হয় কলেজছাত্রের মরদেহ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় হৃদয় দেবনাথ (১৭) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হোমনা চৌরাস্তা এলাকার মুক্তা ইলেকট্রনিকস অ্যান্ড হাউসের ভেতর থেকে শাটার ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত হৃদয় হোমনা সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র এবং মুক্তা ইলেকট্রনিকসের মালিক কানু দেবনাথের ভাগনে।

নিহতের মামা কানু দেবনাথ বলেন, হৃদয় গতকাল বৃহস্পতিবার রাতে দোকানের ভেতরে ঘুমায়। রাত ৩টার দিকে ঝড় শুরু হলে তার মোবাইল ফোনে কল দিই। একাধিকবার কল দেওয়ার পরও সে কল রিসিভ করেনি। পরে সকালে দোকানে এসে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে থানায় খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শাটার ভেঙে দোকানের ভেতরে ঢুকে দেখে ফ্যানের সঙ্গে হৃদয়ের মরদেহ ঝুলছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার