হোম > সারা দেশ > কুমিল্লা

অপপ্রচার চালিয়ে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা, হামলা-অভিযোগের জবাবে সূচনা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।

তাঁদের অভিযোগের তির বাস প্রতীকের প্রার্থী ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনার সমর্থকদের দিকে। তবে এসব অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন তাহসিন বাহার সূচনা। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ দাবি করেন। 

সূচনা বলেন, এই নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই। 

তিনি আরও বলেন, এখন প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারাই জানবেন।সাক্কু ও কায়সারের অভিযোগকে অপপ্রচার দাবি করে সূচনা বলেন, তাঁরা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। 

এর আগে সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চবিদ্যালয় এলাকায় ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন।

তাঁদেরক নিজের কর্মী দাবি করে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আমাদের ভোটাররা কেন্দ্রে যেতে না পারেন।’ 

সাক্কু বলেন, ভোটের পরিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছেন না। বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা