হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত ঝর্ণা আক্তার (২৮) উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রব একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ নভেম্বর রাতে আব্দুর রব তার স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে যৌতুকের টাকা দেওয়া নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। যৌতুকের দাবিতে রব তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতেন। ১০ বছরের সংসারে ঝর্ণা-রব দম্পতির ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় ঝর্ণা আক্তারের বাবা সামছুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রবকে (৪৫) আসামি করা হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ায় ঝর্ণা আক্তারের স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত