হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত ঝর্ণা আক্তার (২৮) উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রব একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ নভেম্বর রাতে আব্দুর রব তার স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে যৌতুকের টাকা দেওয়া নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। যৌতুকের দাবিতে রব তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতেন। ১০ বছরের সংসারে ঝর্ণা-রব দম্পতির ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় ঝর্ণা আক্তারের বাবা সামছুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রবকে (৪৫) আসামি করা হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ায় ঝর্ণা আক্তারের স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা